ঢাকা: দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।
বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশন পরিদফতরের পরিচালক কমান্ডার (বিএন) এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেবকে প্রেষণে ডিজি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই প্রজ্ঞাপনে কোস্টগার্ডের মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেনকে বাংলাদেশ নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এনএইচএফ/এমএ