ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মাহফুজ আনামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পঞ্চগড়ে মাহফুজ আনামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

পঞ্চগড়: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার পঞ্চগড়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল কবিরের আদালতে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ  সম্পাদক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করার অনুমতি চান।

পরে বিকেল পৌনে ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপক্ষে আদালত পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামকে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান বাংলানিউজকে জানান, বাদী তার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্বশুন্য করতে ও গণতন্ত্রবিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে ডেইলি স্টার পত্রিকা একের পর এক মিথ্যা ও বিকৃত সংবাদ প্রকাশ করেছে। যা রাষ্ট্রদ্রোহের শামিল।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।