গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যবসায়ী তরুণ দত্তকে (৪৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের থানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তারা।
এসময় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহযোগী অধ্যপক ফিরোজ খান নুন, অধ্যাপক গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ থিয়েটারের যুগ্ম আহ্বায়ক গোপাল মোহন্ত ও চিন্তকের চেয়ারম্যান বাবু লাল চৌধুরী প্রমুখ।
পরে একটি শোক র্যালি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
এর আগে ৮ ফেব্রুয়ারি (সোমবার) সকালে শহরের বর্ধণকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে ব্যবসায়ী তরুণ দত্তের মাথাবিহীন মরদেহ ও ডোবা থেকে মাথা উদ্ধার করে পুলিশ। নিহত তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে। তিনি বাড়ির সামনে দোকানে শিলপাটা ও ড্রাম-হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন।
বাংলাদেশ সময়: ১৭০০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএটি/আরএ