ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে স্বর্ণ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বান্দরবানে স্বর্ণ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা

বান্দরবান: বান্দরবানের অন্যতম পর্যটন স্পট বৌদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির) ভ্রমণে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে, পূজারীরা বিশেষ অনুমতিক্রমে পূজা দিতে পারবেন বলে জানা গেছে।



রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বৌদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা উপঞঞা জোত থেরো (উচহ্লা ভান্তে) এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর করা হবে।

স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোত থেরো জানান, পর্যটকরা ধর্মীয় এ প্রতিষ্ঠানের মর্যাদাহানি, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও ভান্তেদের বিভিন্নভাবে হয়রানি করার কারণে মন্দির পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে, পূজারীরা অনুমতি স্বাপেক্ষে মন্দিরে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।