বান্দরবান: বান্দরবানের অন্যতম পর্যটন স্পট বৌদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির) ভ্রমণে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে, পূজারীরা বিশেষ অনুমতিক্রমে পূজা দিতে পারবেন বলে জানা গেছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বৌদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা উপঞঞা জোত থেরো (উচহ্লা ভান্তে) এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর করা হবে।
স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোত থেরো জানান, পর্যটকরা ধর্মীয় এ প্রতিষ্ঠানের মর্যাদাহানি, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও ভান্তেদের বিভিন্নভাবে হয়রানি করার কারণে মন্দির পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে, পূজারীরা অনুমতি স্বাপেক্ষে মন্দিরে প্রবেশ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি/