লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষামূল আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব।
প্রভাষক আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও লোকমান হোসেন।
পুলিশ সদস্য ইসমাইল রোবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক পলি রানী সরকার ও মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।
শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠানে পুলিশ সদস্য ইসমাইল রোবেল তার ব্যক্তিগত উদ্যোগে উপকূল কলেজের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণসহ মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি