ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে টুইন টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
শান্তিনগরে টুইন টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের ১০তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।   এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখানে কেউ গুরুতর আহত হয়নি। আগুনের তাপ ও অতিরিক্তি ধোঁয়ার কারণে তিনজন সামান্য আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

এর আগে রাত ১টার দিকে শান্তিনগরের টুইন টাওয়ারের ১০তলার  ১০-এ৪ নম্বর ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনএইচএফ/পিসি

** শান্তিনগরে টুইন টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।