ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টেকনাফে ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিক আটক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে দু’দফায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।


বুধবার ভোর রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি-২ এর অধিনায়ক আবু জার আল জাহিদ বাংলানিউজকে বলেন, প্রথম দফায় টেকনাফের নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদী থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান সীমান্ত দিয়ে প্রবেশ করছে এমন খবর পেয়ে নাফনদীতে অবস্থান নেয় বিজিবি। পাচারকারীরা নৌকা নিয়ে যাওয়ার সময় থামানোর সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।   ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে তাদের ফেলে যাওয়া একটি পলিথিন ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।   উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

এছাড়া ভোর সাড়ে ৬টার দিকে হাটকার খাল এলাকা ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসজেএ/টিআই/টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।