ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গভীর সমুদ্রে যৌথভাবে মৎস্য আহরণে আগ্রহী মালদ্বীপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
গভীর সমুদ্রে যৌথভাবে মৎস্য আহরণে আগ্রহী মালদ্বীপ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সঙ্গে যৌথভাবে গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে আগ্রহী মালদ্বীপ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মেদ আসিম এ আগ্রহের কথা জানান।



পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গভীর সমুদ্রে যৌথভাবে মৎস্য আহরণে আগ্রহ প্রকাশ করে বলেন, দুই দেশ গভীর সমুদ্রে একসঙ্গে মৎস্য সম্পদ আহরণ করতে পারে।

মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মাটি নিতে আগ্রহ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপ চাইলে নিজেদের খরচে বাংলাদেশ থেকে মাটি নিতে পারে।

সাক্ষাৎকালে মেডিকেলসহ বিভিন্ন বিভাগে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থীদের কথা উল্লেখ করেন মোহাম্মেদ আসিম। এসময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের উদ্যোগের কথা জানান।

মালদ্বীপ হাইকমিশনার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে তথ্যপ্রযুক্তির উন্নয়নের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী ইন্টারনেটের মাধ্যমে ২০০ রকমের সেবা প্রদানের বিষয়টি উল্লেখ করেন।

দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সর্ম্পককে নতুন উচ্চতায় নিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নবনিযুক্ত হাইকমিশনার।

বাংলাদেশ সবসময় মালদ্বীপের সঙ্গে সর্ম্পক সম্প্রসারণে প্রস্তুত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

হাইকমিশনার মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রীকে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।