বরগুনা: বরগুনার বামনা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজুর রহমান রাব্বি শিকদার (১৯) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার আমুয়া-বামনা সড়কের ঢুসখালীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি বামনা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার পূর্ব শফিপুর গ্রামের মৃত বাদল শিকদারের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাব্বি ও তার বন্ধু ইমন আমুয়া থেকে মোটরসাইকেলে করে বামনা আসছিলেন। পথে ঢুসখালীতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর