ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ডেইলি স্টারের সম্পাদকের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
রাজবাড়ীতে ডেইলি স্টারের সম্পাদকের নামে মামলা মাহাফুজ আনাম

রাজবাড়ী: রাজবাড়ীতে ডেইলি স্টারের সম্পাদক মাহাফুজ আনামের নামে পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক নম্বর আমলি আদালতে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আশরাফুল হাসান আশা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান মো. খায়রুল্লাহ আগামী এক মাসের মধ্যে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত পিপি ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী শেখ, অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, অ্যাড. সুফিয়া খান রেখা, অ্যাড. তড়িদ কুমার সেন, অ্যাড. আহম্মেদ আলী, অ্যাড. শেখ সাইফুল হক, অ্যাড. শামীম উজ্জামান, অ্যাড. নিজাম উদ্দিন হায়দার, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. নজরুল হাওলাদার লাভলু, অ্যাড. গৌতম কুমার বসু, অ্যাড. ফারুক ইকবাল চৌধুরী ও অ্যাড. মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।