ঢাকা: বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মেদ আল-দেহাইমি এ আগ্রহের কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রেক্ষিতে কাতারের রাষ্ট্রদূত বলেন, শুধু ২০২২ সালের বিশ্বকাপ নয়, বাংলাদেশের লক্ষ্যমাত্রা ২০২১ এর মতো কাতারেরও লক্ষ্যমাত্রা ২০৩০ রয়েছে। আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে লোকবল দরকার।
আগামী ১০ দিনের মধ্যে কাতারের শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন বলেও জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
রূপকল্প ২০২১ লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে আমমেদ বিন মোহাম্মেদ আল-দেহাইমি বলেন, বাস্তবতা হচ্ছে, ২০২১ সালের আগেই বাংলাদেশ তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে আরো উন্নত করতে চাই। সরকারের মূল লক্ষ্য, মানুষের কল্যাণ করা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
বাংলাদেশ ও কাতারের সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাতার ও বাংলাদেশ দুই ভাতৃপ্রতিম রাষ্ট্র ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ।
তিনি বলেন, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। বাংলাদেশ মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেয়।
বাংলাদেশ ও কাতারের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরির ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ এলএনজি টার্মিনাল নির্মাণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী কাতার থেকে এলএনজি (তরলকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সময়ে কাতার সফর ও আর্ন্তজাতিক বিভিন্ন ফোরামে এক সঙ্গে কাজ করার কথা স্মরণ করেন।
দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে কাতারের আমির ও নিজের পক্ষ থেকে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমইউএম/এএসআর
** গভীর সমুদ্রে যৌথভাবে মৎস্য আহরণে আগ্রহী মালদ্বীপ