চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বলেছেন, ২০৩০ সালের মধ্যে চাঁদপুরসহ দেশে ৩০টি ইকোনমিক জোন তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে, দেশে আর বেকার থাকবে না।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এসডিএফ-এর প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, বর্তমানে রেমিটেন্স, রিজার্ভ, রপ্তানি আয়, মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে। দেশ এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে।
চাঁদপুরের ব্যাপারে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর ছোট জেলা হলেও এখানে রাজনৈতিক সহাবস্থান সন্তোষজনক। এখানকার মানুষ সংগ্রামী। গ্রামাঞ্চলে যারা বসবাস করছেন, তারা চাষাবাদ করে খুব ভালো অবস্থানে আছেন। দরিদ্রের হার চাঁদপুরে অনেক কম। এখানকার মানুষ সরকারি-বেসকারি প্রতিষ্ঠানগুলোকে সব ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে।
জেলা এসডিএফ-এর যুব কর্মসংস্থান ও নিউট্রেশন কর্মকর্তা মোসাম্মৎ জীবন আরার পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন-এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মো. রুহুল আমিন খন্দকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সিএনআরএস ফিল্ড কো-অরডিনেটর শংকর বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআই