ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় শাম্মী খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শাম্মী খাতুন পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলামের স্ত্রী।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দিতা সরকার বাংলানিউজকে জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় শাম্মী খাতুনের।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাম্মী খাতুনকে মারধর করে শফিকুল ইসলাম। পরে বুধবার সকাল ১০টার দিকে শফিকুলের শোবার ঘরের আঁড়ার সঙ্গে শাম্মী খাতুনের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাম্মী খাতুনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/আরএ