রাজশাহী: রাজশাহী সদর সাব রেজিস্ট্রার অফিসে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ৭০ হাজার মূল দলিল আটকে আছে। এছাড়া বেশ কিছুদিন থেকে রেজিস্ট্রিকৃত মূল দলিলের জাবেদা কপিও সঠিকভাবে সরবরাহ না করা হচ্ছেনা বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সদর দলিল লেখক সমিতি।
এসময় নেতারা বলেন- মূল দলিল আটকে থাকায় দলিল লেখকসহ সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। তাই কর্মসূচি শেষে পাঁচদফা দাবিতে জেলা রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাজশাহী দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক, সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লাহ মলার, যুগ্ম সম্পাদক আল-মামুন প্রমুখ।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী সদর সাব রেজিস্ট্রি অফিসে পাঁচ বছর ধরে আটকে থাকা ৭০ হাজার মূল দলিল ছয় মাসের মধ্যে দলিল ক্রেতার কাছে ফেরতের ব্যবস্থা নিতে হবে, সাব রেজিস্ট্রি অফিসের জাবেদা কপি ক্রেতাদের কাছে প্রতিদিন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে, রাজশাহী সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখার নতুন লাইসেন্স প্রদানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থাকলেও পূর্বের তারিখ উল্লেখ করে ৫৩৮ ও ৫৩৯ নং লাইসেন্সে বাতিল করতে হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, রাজশাহী জেলা সদর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে ১৮৮৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১৫০ বছর ধরে সুরক্ষিত ভলিয়মগুলো বিভিন্ন স্থানে স্থানান্তর করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে ও রেকর্ড রুমের সব শূন্য পদে স্থায়ী লোকবলের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএস/জেডএস