বরিশাল: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বরিশাল কবিতা পরিষদের উদ্যোগে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে বরিশাল নগরীর বগুড়া রোডে কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদের তপঙ্কর চক্রবর্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাশসহ অন্যান্যরা।
এছাড়া বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী জীবনানন্দ মেলা-২০১৬ এর আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক স ম ইমানুল হাকিম।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএম কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক আহ্বায়ক অধ্যাপক শাহ শাজেদা, শিক্ষক এসএম কাইয়ুম উদ্দিন আহমেদ প্রমুখ।
কলেজে আয়োজিত মেলায় স্টলগুলোতে বইয়ের পাশাপাশি, কুটির শিল্প, বিভিন্ন ধরনের ফুল, ফলদ-বনজ গাছ, বিভিন্ন খাবারের পসরা সাজানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর