ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য সেবন ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ চারজনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে মাদকদ্রব্য সেবনের দায়ে ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের রশিদ সরকারের ছেলে ওমর ফারুক (৩৫) ও হানিফ আকন্দের ছেলে আসাদুল ইসলামকে (৩৩) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ভ্রাম্যমাণ আদালত থেকে সাজাপ্রাপ্ত ওই দুই মাদকসেবীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার দায়ে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পূর্ব গুয়াডহরী গ্রামের নুর হোসেন (৪২), ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য একই গ্রামের আব্দুর রহমানকে (৩৫) এক হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে গোসাইবাড়ি বাজারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ওমর ফারুক ও আসাদুল ইসলামকে আটক করা হয়।
বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওমর ফারুক ও আসাদুলের তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ওই সময় আদালত কক্ষে প্রবেশ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে সাজাপ্রাপ্ত আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করায় নুর হোসেন ও আব্দুর রহমানের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুক ও আসাদুলকে ধুনট থানা থেকে বগুড়া কারাগারে পাঠানো হয় এবং নুর হোসেন ও আব্দুর রহমান জরিমানার টাকা পরিশোধ করায় ভ্রাম্যমাণ আদালত থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ