ধামরাই (ঢাকা): ধামরাইয়ের সোয়াপুর এলাকায় বস্তার ভেতর থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোয়াপুরে রাস্তার পাশে বস্তার ভেতরে জীবিত এক নবজাতককে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটি উদ্ধার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নবজাতকের স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পরিচয় গোপনের জন্য নবজাতকটি ফেলে গেছে স্বজনরা।
বর্তমানে ওই নবজাতককে রাজধানীর আজিমপুরের ‘ছোটমনি নিবাসে’ পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/জেডএস