ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের সাথে সবচাইতে বেশী বাণিজ্য ঘাটতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ভারতের সাথে সবচাইতে বেশী বাণিজ্য ঘাটতি

জাতীয় সংসদ ভবন থেকে: দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।



জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই। কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তও রয়েছে।

‘আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। নেপালের সঙ্গে সবচেয়ে বেশি উদ্বৃত্ত। নেপালে বাংলাদেশ রফতানি করে ২৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর নেপাল থেকে বাংলাদেশ আমদানি করে ১১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ১৩ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। ’
 
বাণিজ্যমন্ত্রী জানান, মালদ্বীপ থেকে বাংলাদেশ আমদানি করে ১ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং দেশটিতে রফতানি করে ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে ৪ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার।

‘আফগানিস্তানে বাংলাদেশ রফতানি করে ৪ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর আফগানিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে ১ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ৩ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। ’

তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। মোট ৫ হাজার ২৮৪ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

‘দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে ৫ হাজার ৮১১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর ৫২৭ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ,’ বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ৪২৩ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, ভ‍ুটানের সঙ্গে ২৩ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার এবং
শ্রীলঙ্কার সঙ্গে ২০ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসকে/এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।