ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্ব স্ব মাতৃভাষায় পাঠদানের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
স্ব স্ব মাতৃভাষায় পাঠদানের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিগুলোর স্ব স্ব মাতৃভাষায় পাঠদানের দাবিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ মানববন্ধন ও সমাবেশ করেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



রাঙামাটি সরকারি কলেজ শাখা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,  পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি রিন্টু চাকমা, ছাত্র পরিষদ নেতা কমেস চাকমা, দীপা চাকমা ও পলাশ চাকমা প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অর্জন নিশ্চিত করা, জাতীয় পাঠ্য পুস্তক থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দটি বাতিল করে আদিবাসী শব্দ ব্যবহার করা এবং জুম্ম জনগণের অধিকারের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।