ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তদের গুলিতে মুক্তিযোদ্ধা জখম

বিচার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিচার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে এবং স্থানীয় সন্ত্রাসী মুরাদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।

এতে পৌর কমান্ডার মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুথু, সিদ্দিকুর রহমান ও জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে রোববার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল কুটিবাড়ি গ্রামে মুক্তিযোদ্ধা শেখ ওমর আলীকে গুলি করে আহত করে সুকতাইল ইউপি চেয়ারম্যানের ভাই মুরাদ শেখ। এ ঘটনায় আবেদ আলী শেখ ও তার ভাই মুরাদ আলী শেখসহ আট জনের নামে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।