ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিনিয়োগের জন্য বড় বড় দেশ লাইন দিচ্ছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিনিয়োগের জন্য বড় বড় দেশ লাইন দিচ্ছে ছবি : পিআইডি

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের বড় বড় দেশ লাইন দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছি, তাই বিনিয়োগও আসছে।

তাদের কাছে বাংলাদেশই এখন বিনিয়োগের জন্য সব থেকে উচু ক্ষেত্র।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  

ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিম ও সরকার দলীয় এমপি আলী আযমের পৃথক দু’টি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশই উপযুক্ত জায়গা।

‘দেশে বিদেশি বিনিয়োগ হচ্ছে। জাপান, চীন, ভারত থেকে শুরু করে কোরিয়া, ইউরোপীয় দেশগুলোসহ সবাই বিনিয়োগ করছে। জাপান ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বড় বড় দেশ লাইন দিচ্ছে বিনিয়োগ করার জন্য। কারণ বাংলাদেশে কর্মঠ জনশক্তি রয়েছে। আমরা বিদেশি বিনিয়োগের জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। ইপিজেডগুলোতেও বিদেশি বিনিয়োগ বাড়ছে। ’

‘ডিজেলের দাম বাড়ার কারণে বিদেশি বিনিয়োগ হচ্ছে না’ এ অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি না মাননীয় সংসদ সদস্য কোথায় পেলেন বিনিয়োগ হচ্ছে না। মাননীয় সংসদ সদস্যের প্রশ্ন  আসলে ডিজেলের দাম কমছে না  কেন?

‘যখন বিশ্ব বাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল, তখন আমরা ভর্তুকি দিয়ে ডিজেল বিক্রি করেছি। ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাজার হাজার কোটি  টাকা লোন হয়ে গেছে। প্রায় ৩৮ হাজার কোটি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। ’

‘যখন বিশ্ব বাজারে ডিজেলের দাম বেড়েছিল, তখন কিন্তু মাননীয় সংসদ সদস্যরা বলেননি আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়েছে আমরাও বাড়াই। বরং দুই এক টাকা বাড়ালে আন্দোলন-ভাঙচুর অনেক কিছুই করে। এখন লোন ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করতে হবে,’বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পাওয়ায় আমরা বিপিসির বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করছি। এখন ১৫ থেকে ১৬ হাজার কোটি  টাকা পরিশোধ করতে হবে। ধার দেনা পরিশোধ করার পর তখন হয়তো কমানোর কথা বিবেচনা করা যাবে।

‘আর আমাদের  বিদেশ থেকে পেট্রোল কিনতে হয় না, আমরা পেট্টোল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করছি। পাইপ লাইনে বাসা-বাড়িতে গ্যাস দেওয়ার পরিবর্তে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের ওপর জোর দিচ্ছি আমরা। ’ 

 বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬, আপডেট: ১৮৩৮ ঘণ্টা
এসকে/এসএম/এমএ

** নতুন মন্ত্রী নিয়োগের পরিকল্পনা নেই
** জানমালের নিরাপত্তায় সরকার পদক্ষেপ নিয়েছে
** ভারতের সাথে সবচাইতে বেশী বাণিজ্য ঘাটতি
** চলতি বছর থেকে সিআইপি কার্ড পাবেন ৫০ প্রবাসী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।