নওগাঁ: শিগগিরই সারাদেশে পল্লী রেশনিং ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন, খাদ্য বিভাগের কমকর্তারা, ধান চাল ব্যবসায়ী ও মিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আগামী বোরো মৌসুমে উৎপাদিত চালের সিংহ ভাগ রফতানির প্রক্রিয়া চলছে। এজন্য কয়েকটি দেশের সঙ্গে কথা চলছে।
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খাদ্য সংগ্রহ বিষয়ে রাজশাহী বিভাগে সফরের অংশ হিসেবে দুপুরে নওগাঁয় যান মন্ত্রী।
সভায় নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক এস এম মহসীন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি সরোয়ার আলম কাজল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নওগাঁ ছাড়াও পাশের বগুড়া ও জয়পুরহাট জেলার খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কমকর্তারা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএইচ