ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা, সমন জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
গাইবান্ধায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা, সমন জারি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম

গাইবান্ধা: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গাইবান্ধায় মানহানি মামলা দায়ের হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য রহিদ হাসান রিন্টু।



আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।

জেলা জজ আদালতের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বাংলানিউজকে জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

এ মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগে তার বিরুদ্ধে মানহানি মামলাটি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।