গাইবান্ধা: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গাইবান্ধায় মানহানি মামলা দায়ের হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য রহিদ হাসান রিন্টু।
আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।
জেলা জজ আদালতের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বাংলানিউজকে জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।
এ মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগে তার বিরুদ্ধে মানহানি মামলাটি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ/