ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে কাস্টমস কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বেনাপোলে কাস্টমস কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদ

ঢাকা: বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিসিএস (কাস্টমস অ‌্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন।

পাশাপাশি দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এর আগে বুধবার সকালে দায়িত্বরত অবস্থায় মুস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায় দুবৃর্ত্তরা।  

এছাড়া ঢাকা কাস্টম হাউজের একজন সহকারী কমিশনারকেও সরকারি দায়িত্ব পালনকালে জীবন নাশের হুমকি দেওয়া হয় বলে ওই বিবৃতিতে জানানো হয়।

একই সঙ্গে সারাদেশে কাস্টমস অ্যান্ড ভ্যাট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সংগঠনের নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।