ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হরকাতুল জিহাদের ৬ সদস্য রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
হরকাতুল জিহাদের ৬ সদস্য রিমান্ডে

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) আঞ্চলিক কমান্ডার সাজ্জাদুল আলম ওরফে মুফতিসহ ছয় সদস্যের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন।



শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ও কাউন্টার অ্যান্টিট্যারোরিজম ইউনিটের সদস্যরা তাদের আটক করেন।
 
আটক অপর পাঁচজন হলেন- মেজবাউল রহমান ওরফে প্রদীপ, বাশার, আশরাফ, আজিজ ওরফে বাবু ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয়।
 
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই এবং অনলাইনে বিভিন্ন চিঠি আদান-প্রদানের প্রামাণ্য দলিলপত্র জব্দ করা হয়।

‘আটকদের মধ্যে মেজবাউল রহমান মিরপুর থানা এলাকার ফায়ার সার্ভিসের গাড়ি চালক। বাশার একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। আশরাফ কম্পিউটার অপারেটর, যিনি প্রামাণ্য দলিলপত্র  আদান-প্রদানে কাজ করতেন। ’

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।