পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সুবিধার উদ্বোধন করতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পঞ্চগড় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন।
জেলা প্রশাসক জানান, বৃস্পতিবার দুপুর ২টায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খাঁন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে দীর্ঘ প্রতিক্ষিত ইমিগ্রেশন কার্যক্রম চালু হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মানুষের যাতায়াত সহজ হবে। এতে পঞ্চগড় জেলা অন্যতম পর্যটন এলাকায় পরিণত হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর