দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে একটি বিক্ষোভ মিছিল শহরের ঢাকা মোড় থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এসময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরামপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ