নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাড়ির চাকায় পিস্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পরে মরদেহ উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জ একশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
ঘটনাস্থলে পরিদর্শনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ভোরে ঢাকাগামী কোনো গাড়ির চাপায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জেডএস