ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ বিদ্যুৎ ব্যবহার

গাজীপুরে নয় জনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
গাজীপুরে নয় জনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

গাজীপুর: অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে নয়জনকে ১০ লাখ ৬৫ হাজার ৯৩৯ টাকা জরিমানা করেছে গাজীপুর পল্লীবিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ দণ্ডাদেশ দেন।



এ প্রসঙ্গে গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম/টেকনিক্যাল) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া এলাকার সুলতান আহমেদকে ৩ লাখ ৪৫ হাজার ২৩৬ টাকা, দৌলতপুর এলাকার মো. পলাশ মোল্লাকে ১১ হাজার ৯৯২ টাকা, মো. আমজাদ হোসেনকে ২ লাখ ৩০ হাজার ৩১৪ টাকা, নামা কামারজুরি এলাকার আবুল কাশেমকে ৮০ হাজার ৯৩৯ টাকা, মো. আবেদ আলীকে ১১ হাজার ৯৯২ টাকা, মো. আমজাদকে ২৯ হাজার ২২৯ টাকা, কলমেশ্বর এলাকার মো. আবুল হোসেনকে ২ লাখ ৫ হাজার ৮৫১ টাকা, মজিবুর রহমানকে ৯২ হাজার ৪৩০ টাকা ও মো. মুনরুজ্জামান খানকে ৫৭ হাজার ৯৫৬ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।