ঢাকা: জাতিসংঘ মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের বেতন-বিল থেকে ১০ শতাংশ হারে টাকা কর্তন না করার সুপারিশ করেছে প্রতিরক্ষা
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল, ২০১৬ এবং প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়ক) বিল, ২০১৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি বিল দু’টি পরীক্ষা নিরীক্ষা করে জাতীয় সংসদে উত্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করে।
কমিটির সভাপতি সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কর্নেল (অব.) ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, এএফডির লে. জে. মাহফুজুর রহমান, তিন বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএম/এমএ