বাহুবলের সুন্দ্রাটিকি থেকে ফিরে (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে অপহৃরণের পর ৪ শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
অপহরণের ৫দিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সুন্দ্রাটিকি গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে রাখা বালুমিশ্রিত মাটি চাপা অবস্থায় ওই ৪ শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরা হলেন, শিশু মনির, তার চাচাতো ভাই জাকির হোসেন শুভ, তাজেল ও পাশের বাড়ির ইসমাইল।
এদিকে অপহরণের পর ওই চার শিশুর অভিভাবকরা থানায় মামলা দায়ের করতে গেলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন মামলা না নিয়ে খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় ওসি মোশাররফ হোসেন শিশু মনিরের বাবা আবদাল মিয়াকে শিশুদের খোঁজ পেতে তাবিজ-কবজ করানো ও তবজি পড়ানোর কথা বলেন।
শুধু তাই নয়, ওসি মোশাররফ হোসেন মামলা না নিয়ে মেলা-বান্নী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়ার কথা বলেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রামের পাশে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মনির, তার চাচাতো ভাই জাকির হোসেন শুভ, তাজেল ও পাশের বাড়ির ইসমাইল।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএইচ/
** হত্যাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার