ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ে রোধে বিলবোর্ড স্থাপনের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বাল্য বিয়ে রোধে বিলবোর্ড স্থাপনের সুপারিশ

ঢাকা: বাল্য বিয়ে রোধে উপজেলা পর্যায়ে এবং জনাকীর্ণ এলাকায় বিলবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণের সুপারিশ করেছে জাতীয় সংসদের বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি।

এজন্য আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএ’র কাছ থেকে অর্থ সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে সাব-কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, সেলিনা বেগম ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী উপস্থিত ছিলেণ।

সূত্র বলছে, যেসব এলাকায় বাল্য বিয়ের প্রবণতা বেশি, সেসব এলাকার এমপিদের সম্পৃক্ত করে গণসচেতনামূলক কার্যক্রম চালানো এবং এমডিজি পরবর্তী এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নারীদের সম্পৃক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা গিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। বাল্যবিবাহ রোধ করা গেলে নারীদের অন্যান্য অনেক সমস্যারও সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।