ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতাল থেকে বাসায় রেলমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
হাসপাতাল থেকে বাসায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক / ফাইল ফটো

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে নিজের সরকারি বাসভবনে ফিরেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।  

চিকিৎসকের পরামর্শে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাসায় ফেরেন তিনি।



মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখন মন্ত্রী মহোদয়ের শারিরীক অবস্থা মোটামুটি ভালো। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন। ’

১৫ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

পরে সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এর আগেও গত বছরের ১৭ জুলাই নিজ নির্বাচনী এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে।

সেখানে চিকিৎসা শেষে গত ৪ আগস্ট দেশে ফেরেন মুজিবুল হক।

** সংসদে অসুস্থ হয়ে হাসপাতালে রেলমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এডিএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।