ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শীত যেতে না যেতেই গরমের দাপট!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
শীত যেতে না যেতেই গরমের দাপট! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: শীত শেষ হতে না হতেই দাপট শুরু হয়েছে গরমের। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখনো হালকা কুয়াশা থাকলেও গরম বাড়ছে প্রতিদিনই।

২৪ ফেব্রুয়ারির আগে বৃষ্টিপাতেরও সম্ভাবনা কম।

কাগজে-কলমে শীতকাল শেষ হওয়ার পর সপ্তাহ গড়াতে না গড়াতেই এমন গরমে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন আবহাওয়ায় আদ্রতা বেশি থাকবে বলে শরীরও ঘামবে বেশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি)ঢাকায় তাপমাত্রা ছিলো ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে উঠবে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৯ ফেব্রুয়ারি শুক্রবার আরো ১ ডিগ্রি বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে ঢাকার তাপমাত্রা। তবে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিই থাকবে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) তাপমাত্রা দাঁড়াবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন রোববার একুশে ফেব্রুয়ারি ৩৫ ডিগ্রি তাপমাত্রাই বজায় থাকবে।

এ সময়ে তাই মৌসুম পরিবর্তনজনিত নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
জেডএম/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।