ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় সূবর্ণা খাতুন (২২) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সূবর্ণা খাতুন উপজেলার বড়বিলা গ্রামের আয়নাল হকের ছেলে হেলাল উদ্দিনের স্ত্রী।
মৃতের খালাতো ভাই সুজন আহম্মেদ বাংলানিউজকে জানান, প্রেমের সম্পর্ক থেকে চার বছর আগে সূবর্ণার সঙ্গে হেলালের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর স্বামী ভরণ-পোষণ দিতে ব্যর্থ হলে সূবর্ণা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন। কিন্তু সংসারে অনটনের কারণে একপর্যায়ে শিশু সন্তানকে মায়ের কাছে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নেন সূবর্ণা।
শারীরিক অসুস্থার কারণে ওই চাকরি ছেড়ে গত চার মাস আগে গ্রামে ফিরে আসেনি তিনি। বুধবার দুপুরে শয়নকক্ষের আড়ার সঙ্গে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এসআর