ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

চাহিদার অর্ধেক ‘প্রকৃত ব্যয়’ দেখালো পুলিশ

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
চাহিদার অর্ধেক ‘প্রকৃত ব্যয়’ দেখালো পুলিশ

ঢাকা: ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের এক সপ্তাহ আগে ৬৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিলো পুলিশ। কিন্তু নির্বাচনের পর সংস্থাটির ব্যয় কমে অর্ধেকে নেমে এসেছে।

এক্ষেত্রে সংস্থাটি তার ‘প্রকৃত ব্যয়’ দেখিয়েছে ৩৬ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৭৬০ টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহাঙ্গীর আলম গত ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে পুলিশের চাহিদাপত্র পাঠিয়েছিলো। যার অনুলিপি তিনি পুলিশ মহাপরিদর্শককেও দিয়েছিলেন।

সেসময় পুলিশ ভাতা বাবদ ১১ কোটি ৪২ লাখ, পরিবহন ৩৬ কোটি ১২ লাখ, অন্যান্য ৬ কোটি ৫০ লাখ, শুকনা খাবার ৫ কোটি ৫৮ লাখ এবং গোয়েন্দা কার্যক্রম খাতে ৮ কোটি ৯৫ লাখ- এই মোট ৬৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিলো।

তবে সংস্থটির এ চাহিদার বিপরীতে ইসি ভাতা বাবদ ৮ কোটি, যানবাহন বাবদ ৬ কোটি ও শুকনা খাবারে ২ কোটি টাকা বা মোট ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলো। কিন্তু অনান্য ব্যয় ও গোয়েন্দা কার্যাবলীতে কোনো অর্থ দেয়নি নির্বাচন কমিশন।

এই অবস্থায় পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড বাজেট) আবু হাসান মুহম্মদ তারিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে উল্লেখ করা ‘প্রকৃত ব্যয়’-জরুরি ভিত্তিতে বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) যার অনুলিপি ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।

এতে পৌরসভা নির্বাচনে নিয়োজিত ৭৩ হাজার ৭৮০ জন ফোর্সের জন্য শুকনা খাবার বাবদ ‘প্রকৃত ব্যয়’ ৪ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ২৪ টাকা ও দৈনিক ভাতা বাবদ ৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ১৪৪ টাকা, এছাড়া যানবাহন বাবদ ১৮ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৩৩০ টাকা, অন্যান্য ব্যয় ১ কোটি ৪৯ লাখ ৫ হাজার ২৬২ টাকা ও গোয়েন্দা কার্যাবলী বাবদ ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু ইসি বরাদ্দ দিয়েছে ১৬ কোটি টাকা। তাই জরুরি ভিত্তিতে ২০ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৭৬০ টাকা বরাদ্দের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত পূর্বে স্থগিত হওয়া ৫১ কেন্দ্রের ভোটগ্রহণের সময় দায়িত্ব পালনের জন্য ২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮০৬ টাকা বরাদ্দ চেয়েছে পুলিশ। এতে ভাতা বাবদ ৩৮ লাখ টাকা, যানবাহন ব্যবহার বাবদ ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৬৪৯ টাকা, অন্যান্য ব্যয় বাবদ ১৫ লাখ ২৭ হাজার ৯৬২ টাকা চাওয়া হয়েছে। এছাড়া শুকনা খাবারের জন্য ২৮ লাখ ৫৪ হাজার ৬৫৮ টাকা, মোবাইল ফোর্স বাবদ ৩ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং স্ট্রাইকিং ফোর্স বাবদ ১১ লাখ ৫৯ হাজার ২০ টাকা বরাদ্দ চেয়েছে সংস্থাটি।

পৌরসভা নির্বাচনের ইসি বাজেট ছিলো ১০০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ইইউডি/এটি

** পুলিশ চায় ৬৯ কোটি, শুকনা খাবারেই ৬ কোটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।