কক্সবাজার: সদর উপজেলার ঈদগাঁওতে অবৈধভাবে তৈরি চার ইটভাটার মালিককে ৯ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার বিকালে এ জরিমানা করা হয়।
এতে হাজি আনু মিয়া সিকদারের মালিকানাধীন মেসার্স আরকেসি ব্রিকসকে ৩ লাখ টাকা, মৌলভি আবুল কাশেমের মেসার্স এমঅ্যান্ডকে ব্রিকফিল্ডকে ২ লাখ ৪০ হাজার টাকা, মো. জসিম উদ্দিন হেলালীর মেসার্স টিকে ব্রিকসকে ২ লাখ টাকা এবং মো. জাফর উল্লাহ ফরাজীর মালিকানাধীন মেসার্স জেডএমবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, জরিমানার টাকাগুলো আগামী এক সপ্তাহর মধ্যে অধিদপ্তরের নির্ধারিত কোডে জমা দেয়ার জন্য ইটভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টিটি/এআর/টিসি