ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার শুরু ডেইরি-মৎস্য-পোষাপ্রাণী মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বৃহস্পতিবার শুরু ডেইরি-মৎস্য-পোষাপ্রাণী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী পালনে নানা উপকরণের সমাহার নিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে বৃহৎ পরিসরে শুরু হচ্ছে এ সংক্রান্ত মেলা ও সেমিনার। মেলা থেকে খামারিরা সংশ্লিষ্ট বিষয়ে নানা দিক নির্দেশনামূলক তথ্য পাবেন।



এছাড়া এতে তুলে ধরা হবে ৫০টি গবেষণা পত্র। তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজন করেছে এ মেলা ও সেমিনার।

এদিন রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) আহকাব’র মহাসচিব ডা. এম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মেলার সার্বিক প্রস্তুতি শেষের দিকে। এখানে যেন তৃণমূল থেকে সব পর্যায়ের খামারিরা অংশগ্রহণ করতে পারেন সে লক্ষ্যে সব জায়গায় লিফলেট দেওয়া হয়েছে। সারা বছর তারা যেসব পণ্য ব্যবহার করেন সে সম্পর্কে স্পষ্ট ধারণাও পাবেন খামারিরা।

তিনি জানান, নতুন উদ্যোক্তাদের জন্যও এ মেলা ও সেমিনার অনেক বড় ভূমিকা রাখবে। খামার কীভাবে শুরু করতে হয় এখান থেকে তারা সে নির্দেশনাও পাবেন। এছাড়া এক ছাদের নিচে একই বিষয়ে সব ধরনের তথ্য পাওয়ায় দর্শনার্থীরাও খুশি থাকবেন।

এর আগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজন নিয়ে বিভিন্ন তথ্য জানায় আহকাব।

আহকাব সূত্র জানায়, দেশ-বিদেশি মিলে প্রায় দেড়শ’ স্টলে ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী পালনে নানা উপকরণের প্রদর্শনী করা হবে। মেলার বিভিন্ন বিষয়ের ওপর ৫০টি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হবে।

ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী খাতের সমস্যা ও এর প্রতিকার, কারিগরি উন্নয়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে অবদান রাখবে এ মেলা ও সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এফবিসিসিআই’র প্রেসিডেন্টসহ অনেকেই উপস্থিত থাকবেন।

দেশের প্রাণীজ খাতের সব উদ্যোক্তা, খামারি, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ মেলায় অংশগ্রহণ করতে পারবেন।
 
এবারের মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে এসিআই অ্যানিমেল হেলথ্ এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড। গোল্ড স্পন্সরে আছে রেনাটা লিমিটেড। আর সিলভার স্পন্সরে রয়েছে ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেড।
 
২০ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত অয়োজিত এ মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
একে/জেডএস

** ডেইরি, মৎস্য, পোষাপ্রাণী মেলা শুরু বৃহস্পতিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।