দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে আটক ১৭ জনকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এহসানুল হক তাদের জামিনে মুক্তি দেন।
এরআগে সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এরা হলেন, ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার মৃত. আব্দুস ছামাদের ছেলে ইসরাফিল (৪০), হাজিপাড়া গ্রামের মৃত. আব্দুল হাদীর ছেলে খোকন (৩০),
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের ললিত রায়ের ছেলে সুশীল (৪০), হাটখোলা এলাকার মৃত. ইয়াকুব আলীর ছেলে রুবেল (৩৫), উত্তর সুজালপুর গ্রামের কাশেম আলীর ছেলে মাসফুল হোসেন (৩৫), শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মৃত. কুদরত উল্লার ছেলে এনামুল হক (৪০), বোচাগঞ্জ উপজেলার সৈয়দপাড়া গ্রামের মেহের শিকদারের ছেলে নুর হোসেন (৪০), খামার খানপুর গ্রামের কালি মোহনের ছেলে টহেন (৩০), ধনতলা গ্রামের হামিদুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), ছোট সুলতানপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইমরান আলী (৩৫), ওহাব আলীর ছেলে নবাব আলী (৩৫) ও একই এলাকার মৃত. আলম খানের ছেলে আমিনুল ইসলাম (৩৮), রংপুরের বদরগঞ্জ উপজেলার জহুরুল ইসলামের ছেলে পাপ্পু (২৫), পাকপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে মোস্তফা (৪০), দিনাজপুর শহরের সর্দারপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোনারুল ইসলাম (২৫) এবং পঞ্চগড়ের ভোজনপুর এলাকার শামছুল হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)।
দিনাজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই জুয়াড়িদের আটক করা হয়। এটি জেলার সবচেয়ে বড় জুয়ার আসর।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর