ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে প্রতারণায় আটক ৫

পশ্চিমা পরিচয়ে সুন্দর প্রোফাইল ছবিতে প্রলুব্ধ করে প্রতারকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পশ্চিমা পরিচয়ে সুন্দর প্রোফাইল ছবিতে প্রলুব্ধ করে প্রতারকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: ফেসবুকে সুদর্শন প্রোফাইল ছবি ব্যবহার করে এবং আমেরিকা অথবা ইউরোপের কোনো দেশের নাগরিক পরিচয় দিয়ে প্রথমে গভীর বন্ধুত্ব করে। তারপর প্রেমের অভিনয় করে বিভিন্ন সময়ে উপহার পাঠায়।

এক পর্যায়ে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয় দুর্বৃত্ত চক্র।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র‌্যাব) এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

ফেসবুকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক পাঁচজনকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ৩ বিদেশিসহ ওই পাঁচজনকে আটক করে র‌্যাব-২।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতারক চক্রে কিছু নারী সদস্যও রয়েছেন। আটক পাঁচজন হলেন- বাংলাদেশি মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদ এবং নাইজেরিয়ান ইজুচিও ফ্রাঙ্কিন (৩০), অবি হেচেয় (৩৪) ও ইক ফ্লেস্ক (৩৫)।

মুফতি মাহমুদ খান বলেন, ওই তিন নাইজেরিয়ান ২০১৩ সালের ১৩ আগস্ট বাংলাদেশের মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদ নামে দু’জনের সঙ্গে যৌথভাবে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। সেখান থেকেই তারা ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং প্রতারক চক্র গড়ে তোলেন। গার্মেন্টস ব্যবসার পাশাপাশি প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা মোহাম্মদ আলী ৫ শতাংশ এবং মঞ্জুর আহমেদ ৫ শতাংশ করে কমিশন পেতেন। প্রতারণার প্রথম পর্যায়ে তারা বাংলাদেশিদের মাধ্যমে টার্গেট খুঁজতে থাকেন। পরে যাচাই বাছাই করে তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

এভাবে অপরাধীরা ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত একজন চিকিৎসকের সঙ্গে ফেসবুকে ডেসমন্ড বি স্মাউয়েল (Desmond B Smauel) নামে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে সখ্য গড়ে তোলেন। এক পর্যায়ে ডেসমন্ড ব্রিটেন থেকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন বলে ওই চিকিৎসককে ঢাকার মিন-রো ট্রেড ইন্টারন্যাশনাল (Min-Ro Trade International) নামে একটি কুরিয়ার সার্ভিসের পরিচয় দিয়ে ফোন করা হয়। ফোনে উপহারের শুল্ক বাবদ ওই চিকিৎসককে দু’টি ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে ৫৬ হাজার ৫৬৬ টাকা ও পরে ২ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা দিতে বলা হয়। এই টাকা দেওয়ার পর ওই কুরিয়ার সার্ভিস আবারও শুল্ক বাবদ ১০ লাখ টাকা চাইলে সন্দেহ করেন চিকিৎসক।

মুফতি মাহমুদ খান বলেন, এরই প্রেক্ষিতে ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ দিলে প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের দুই মালিক মোহাম্মদ আলী (৩০) এবং মঞ্জুর মাহমুদকে (৩১) শনাক্ত করা হয়। এরপর তারা ব্যাংকে জমাকৃত টাকা উত্তোলন করতে গেলে আটক করেন র‌্যাব সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিন নাইজেরিয়ানকে গুলশানের নিকেতনের একটি বাসা থেকে আটক করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটক তিন নাইজেরিয়ানের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। তাদের কাছ থেকে ৫৩ হাজার ১১ টাকা, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ব্লাংক চেক, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যবহারের জন্য বেশ কিছু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬/আপডেট ২০৫৩ ঘণ্টা
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।