ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। আটকরা হলেন- মনোয়ারা বেগম (৪৫) ও মোফাজ্জল হোসেন ফকির (৪০)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত পৌনে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র মেজর সাহল আহমেদ নোবেল ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও নগদ ৭ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমএএম/জেডএস