বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব বাইশারী এলাকার স্থানীয় কাঠুরিয়া আলীক্ষ্যং পাহাড়ে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়ে ওই মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বাংলানিউজকে জানান, কি কারণে এ মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ঘটনা তদন্ত করে দেখা হবে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এসআর