ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে পৌর মেয়র-কাউন্সিলদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বোরহানউদ্দিনে পৌর মেয়র-কাউন্সিলদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় পৌরসভার সচিব, কাউন্সিলর ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার  বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পৌর মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মেয়র রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পাঁচ বছর আগে এদিনে আমি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি, বিগত সময়ে সুন্দরভাবে দায়িত্ব পরিচালনা করায় ভোটাররা পুনরায় আমাকে নির্বাচিত করেছেন, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পৌর মেয়র বলেন, প্রথম বার দায়িত্বভার গ্রহণকালে ৩৮লাখ আট হাজার ২৮২ টাকা রাজস্ব বকেয়া ছিলো, আমি দায়িত্বভার গ্রহণ করে রাজস্ব আদায় করে এখন পৌরসভায় ৫৪ লাখ ৩৯ হাজার টাকা রাজস্ব আয় উদ্বৃত রয়েছে।

তিনি বলেন, ভালো কাজ করলে সব সময়ই ভলো রেজাল্ট হয়ে থাকে। আস্থা ও নিষ্ঠার সঙ্গে যেন দ্বিতীয় বারও দায়িত্ব পালন করতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।

এরআগে তিন দশমিক ২৫ বর্গ কিলোমিটারের বোরহানউদ্দিন পৌরসভায় পাঁচ বছরের ব্যাপক উন্নয়ন হয়েছে। মেয়রের উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।