ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় ২ মাদক বিক্রেতা আটক

বগুড়া: বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়।


 
বগুড়া ক্যাম্প থেকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২।

আটকরা হলেন- শহরের সেউজগাড়ী রেলওয়ে কলোনির শিপনের স্ত্রী সোনিয়া (১৮) ও চেলোপাড়ার মৃত ভিকু রায়ের ছেলে লোটন রায় (২৯)।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও ১৩ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে।

আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।