ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জিডি করতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জিডি করতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।

নিহত ওই ব্যক্তি থানায় অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানিয়েছে পুলিশ।


 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
 
পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে নিহত হুমায়ুন কবিরের বোন তাহমিনাকে সঙ্গে নিয়ে থানায় জিডি করতে এসে অসুস্থ হয়ে পড়েন হুমায়ুন কবির। সেখান থেকে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনএ/এইচআর/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।