জাতীয় সংসদ ভবন থেকে: কোরাম সঙ্কটে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রাখা হয় কিছুক্ষণের জন্য।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখছিলেন সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরোয়ার কমল।
এ সময় ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে এক মিনিটের মতো বসে থাকেন। পরে হুইপরা লবি থেকে সংসদ সদস্যদের ডেকে এনে কোরাম পূর্ণ করেন।
এরপর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, মাননীয় সদস্য এখন কোরাম পূর্ণ হয়েছে। এরপর তিনি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন মোর্শেদকে বক্তব্য রাখার জন্য বলেন। এরপর সরকারি দলের ওয়াশিকা আইশা খানকে বক্তব্য রাখার জন্য বলেন ডেপুটি স্পিকার।
প্রসঙ্গত, সংসদ অধিবেশন চলাকালীন সময় হাউজে (অধিবেশন কক্ষে) ৬০ জন সংসদ সদস্য উপস্থিত না থাকলে কোরাম সঙ্কট হয়। আর কোরাম সঙ্কট না থাকলে কোনো সদস্য যদি তা স্পিকারকে অবহিত করেন তাহলে স্পিকার তিন বার বেল বাজিয়ে থাকেন। এরপরও যদি কোরাম পূর্ণ না হয় তাহলে অধিবেশন মুলতবি ঘোষণা করার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএম/এসকে/এমজেড