লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক ট্রাক জাটকা জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার মেঘনা নদী সংলগ্ন সাহেবেরহাট রাস্তার মাথা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে ধরা জাটকা ঝুড়ি ভর্তি করে ট্রাকে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে পুলিশ ট্রাকসহ জাটকা জব্দ করে।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবদুল মজিদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমজেড