ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুই বাংলার ভাষা উৎসব, নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
দুই বাংলার ভাষা উৎসব, নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে ভাষা উৎসবের নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছে দুই বাংলার শ্রমিকরা।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে ভারত-বাংলাদেশ দুই অংশে এই নির্মাণ কাজ শুরু হয়েছে।


 
এলাকা ঘুরে দেখা যায়, আনন্দ নিয়েই শ্রমিকরা নো ম্যানস ল্যান্ড এলাকা সাজানোর কাজ করছেন। প্রথম পর্যায়ে তৈরি হচ্ছে স্টেজ, অস্থায়ী শহীদ মিনার ও সীমান্ত বাউন্ডারি। পরে ফেস্টুন, ব্যানার ও বিভিন্ন কারুকার্যে সাজবে নো ম্যানস ল্যান্ড।
 
ভারত অংশের নির্মাণ শ্রমিক রমেশ বলেন, দিন মজুরিতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন। তবে ভাষা উৎসবের কাজ করতে এসে তার বেশ আনন্দ হচ্ছে। একই ধরনের কথা বললেন এপার বাংলার নির্মাণ শ্রমিকরাও।
 
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বাংলানিউজকে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ২১ উৎসবের সব আয়োজন শেষ হবে।  
 
এবারের দুই বাংলার ২১ উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
 
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।