ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আগুনে পুড়ে গেছে বসতবাড়ি-তুলার গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বগুড়ায় আগুনে পুড়ে গেছে বসতবাড়ি-তুলার গুদাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের নারুলী এলাকায় একটি বসতবাড়ি ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে বসতবাড়ির প্রায় পুরোটাই পুড়ে গেছে।

গুদামের কিছু অংশসহ ভেতরে রাখা তুলা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ক্ষতিগ্রস্ত প্রকৌশলী দুলাল হোসেন বাংলানিউজকে বলেন, তিনি ও সোহেল নামে এক ব্যক্তি টিনশেডের চার রুম বিশিষ্ট বাসাটি ভাড়া নিয়ে বসবাস করেন। বাসার সঙ্গে সোহেলের তুলার গুদাম রয়েছে। মূলত সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
তিনি আরো জানান, আগুনে দুই পরিবারের খাট, আলমারি, চেয়ার, টেবিল, টিভি, ফ্রিজসহ সব ধরনের আসবাবপত্র পুড়ে গেছে। আর পুড়ে যাওয়া আসবাবপত্রের বেশিরভাগই ছিল নতুন। অগ্নিকাণ্ডে তার নিজের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার ছাবের আলী বাংলানিউজকে জানান, সম্ভবত গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬     
এমবিএইচ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।