রাজশাহী: রাজশাহীর শিরোইলে ‘ঢাকা বাসস্ট্যান্ড’ এলাকার বিসমিল্লাহ মোটর পার্টস দোকানের মালিক শামীম রেজা ও কর্মচারী দ্বীনকে মারপিট করে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে দোকান মালিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বীন দোকানের পাশে টিনের ঘরের পাশে প্রসাব করতে যায়। এ সময় মহানগরীর শিরোইল বাস্তুহারা এলাকার নূর হোসেনের ছেলে সুজন (৩৫) তাকে মারপিট করে।
এ ঘটনার প্রতিবাদ জানালে দোকানে ঢুকে শামীম রেজা ও দ্বীনকে মারপিট করে সুজনসহ একই এলাকার বাবু, শিরোইল কলোনীর পলাশ, বাসস্ট্যান্ড এলাকার ঠাণ্ডু ও ছোট বনগ্রামের হিরু। তারা লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করে।
এ ঘটনায় দোকান মালিক ও বাস মালিক সমিতির সদস্য শামীম রেজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শামীম রেজা বাস মালিক সমিতির সদস্য হওয়ার কারণে সংবাদটি টার্মিনাল এলাকায় ছড়িয়ে পড়লে বাস শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় বাস শ্রমিকরা টার্মিনালের আশেপাশে দুইটি জুয়ার আসরে ভাঙচুর চালায়। পরে পুলিশ জুয়ার আখড়াগুলো অভিযান চালিয়ে এক কাটুন তাস ও চাকু উদ্ধার করে।
এদিকে, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন শ্রমিকরা। এর মধ্যে গ্রেফতার না হলে শ্রমিকরা অবরোধের ডাক দেওয়ার হুমকি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে রাত ১০টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (ওসি) শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/এমজেড